ভয়ংকর বাঁশঝাড় | দ্বিতীয় পর্ব | ভূতের গল্প
ভয়ংকর বাঁশঝাড় দ্বিতীয় পর্ব #লেখক_আনোয়ার_হোসেন ফাহিম ভয়ে ভয়ে দোয়া দুরূদ যা জানে তা পড়তে থাকে। একসময় সে বাঁশঝাড় থেকে অনেকটাই দূরে চলে আসে। তবুও তার কাছে সাইকেলটি ভারি মনে হচ্ছে। আর তখনই সে খেয়াল করে রাস্তার সামনে একপাশ থেকে সাব্বির হেটে তার দিকে আসছে। এটা দেখে সে সাব্বিরকে ডাক দেয়। সাব্বির তার কাছে এসে বলতে থাকে কিরে বেটা ইদানিং তাহলে …