...

Best Bangla Golpo 2024 | জাদুর কাঠি | Vuter Golpo | ভূতের গল্প | | ২য় পর্ব

রিফাতের বাড়িতে যাবার পর আনোয়ার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যেখানে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার খুব কাছের বন্ধু তপনও তাকে ভূল বুঝে বন্ধুত্ব নষ্ট করেছে। ময়না তাকে ছেড়ে চলে গেছে। মিলিও তাকে ভালোবাসেনি। এই জীবনে সে কি পেয়েছে। না পেয়েছে মায়ের ভালোবাসা,না পেয়েছে বাবার আদর। সেই ছোটবেলা তার মা তাকে ছেড়ে পর-পারে চলে গেল। তার বাবা থেকেও না থাকার মতো। ঠিকমতো তার কোনো খোঁজ রাখেনি। মা মরা ছেলের আর কতো খেয়াল রাখে।
হেলায় বেড়ে উঠা সেই আনোয়ার আজ সৎমা ও বাবার পরিবার ছেড়ে তার বন্ধু রিফাতের বাড়িতে উঠেছে। রিফাতও তাকে বলে দিয়েছে,এখানে তোর যতোদিন ইচ্ছা থেকে যা। রিফাতের পরিবারে তার ছোট ভাই, এক বোন বাবা মা সহ পাঁচজনের বসবাস। রিফাত আনোয়ারের এরূপ মন খারাপ দেখে বলে চল দোস্ত আজ তোকে একটা জায়গায় নিয়ে যায়,যেখানে গেলে তোর মনটা কিছুটা হলেও ভালো হবে। তোর ভালো লাগবে। আনোয়ার জিগ্যেস করে কোথায় যাবি? আর কথা না বাড়িয়ে চল আগে সেখানে যায়।
আনোয়ার বলে চল যায় তাহলে। রিফাত বলে না সেখানে আমরা রাতের বেলা যাবো। এখন চল পাশের হাট থেকে একটু ঘুরে আসি। দুজনে হাটতে হাটতে বাজারের খুব কাছাকাছি চলে যায়। পথিমধ্যে তারা তপনকে দেখতে পায়। তপনকে দেখে আনোয়ার মুখ ঘুড়িয়ে নেয়। স্পষ্ট বোঝা যাচ্ছে তপনের মুখে মলিনতার ছাপ। তপনকে খুবই গম্ভীর দেখা যাচ্ছে। রিফাত বলে এই তপন শা** তোকে এভাবে অপমান করেছে। তুই একবার বলেই দেখ আমি তপনকে কি করি দেখ। না থাক। তপনের কোনো দোষ নেই। সে যা দেখেছে তাই ভেবেছে। পেছনের সত্যি টা তপনের হয়তো জানা নেই। তবে তুই যাই বলিস আমি কিন্তু তপনের বোন মিলিকে অসম্ভবরকম ভালোবাসি।
বেচারি মিলি আমাকে ভূল বুঝেছে।একবারও আমার কথা শুনলো না। জানিনা এখন মিলি কেমন আছে। রিফাত বলে বাদ দে এখন এসব,এখন চল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে তারা খাবার খায়। আনোয়ারের থেকে রিফাতের বোনকে আড়ালে থাকতে ইশারা করে। সেটা আনোয়ার স্পষ্ট বুঝতে পারে। যতোই হোক না ভালো বন্ধু,আনোয়ারের আগের কির্তি সবই রিফাতের জানা। তাই সে আগেই রিফাতের বোন ফাহিমাকে আড়ালে থাকতে বলে। এই বাসায় আসার পর থেকে আনোয়ার ও ফাহিমার চোখাচোখি পর্যন্ত হয়নি। তারা খেয়ে বেরিয়ে পরে সেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে।
রাত তখন দশটার বেশি হবে। দুজনে হাটতে হাটতে একটা পুরনো বাড়ির সামনে এসে দাড়ায়। আনোয়ার জিগ্যেস করে এই রাতের বেলা তুই আমাকে এ কোন জায়গায় নিয়ে আসলি? রিফাত বলে আরে তুই ভয় পাবিনা একদম। আমি তো আছি তোর সাথে। তোকে একটা জাদু দেখাবো। আনোয়ার কৌতুহলের সাথে রিফাতের কথা শুনে। আচ্ছা আমাকে এই রাতের বেলা এখানে নিয়ে আসার কারনটা জানতে পারি কি? রিফাত বলে চুপ কর একদম চুপ। একথা বলেই সে পুরনো বাড়ির কাছে গিয়ে দাড়ায়। আর সে চোখ বন্ধ করে বিরবির করে কি যেন বলতে থাকে।
আনোয়ারের মাথায় কিছুই ডুকছে না। ছেলেটা রাতের বেলা এই পরিত্যক্ত একটা শোনশান বাড়ির সামনে কি করছে। হঠাৎই আনোয়ার খেয়াল করে সেই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে সুন্দরী এক রমনী বের হয়ে আসছে। এটা দেখে আনোয়ার খুবই অবাক হয়ে যায়। একি একটা পরিত্যক্ত বাড়ির ভেতর, যেখানে কেউই থাকে না। সেখান থেকে এতো সুন্দরী একটা মেয়ে বের হয়ে তাদের দিকাই আসছে। মেয়েটি লাল পোষাক পরে আছে। সে হাসতে হাসতে তাদের দিকেই আসছে। এদিকে রিফাত তখনও চোখ বন্ধ করে বিরবির করে কি যেন বলেই যাচ্ছে। আনোয়ার কিছুই বুঝে উঠতে পারছে না। এই মুহুর্তে তার কি করা উচিৎ।
মেয়েটা তাদের সামনে এসে দাড়ায়। কিছুতেই মেয়েটির থেকে আনোয়ারের চোখ সরছে না। সে শুধু একপলকে মেয়েটির দিকে তাকিয়ে দেখছে। এ তো মেয়ে না যেন আকাশ থেকে নেমে আসা পরি। মেয়েটি দেখতে যেই না সুন্দর, তার চেয়ে সুন্দর তার মুখের হাসিটা। কি সুন্দর করে হাসছে মেয়েটি। যেই না সুন্দর তার চোখ সেই না সুন্দর তার চুল। আনেয়ার মেয়েটিকে দেখে একবারের জন্যও চোখ সরাতে পারেনি। রিফাত চোখ মেলে তাকায়। দেখেছিস আমি তোকে এটা দেখানোর জন্যই এখানে নিয়ে এসেছি। আনোয়ার অবাক হয়ে জিগ্যেস করে,কে এই মেয়ে? আর সে এখানে কি করে? রিফাত বলে এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড। আমি তাকে ভালোবাসি। আমি এখানে এসে তাকে স্মরণ করলেই সে এসে হাজির হয়। মেয়েটি তখন মিষ্টি হাসি হেসে বলতে থাকে তা এই ছেলে বুঝি তোমার বন্ধু। রিফাত জবাব দেয় হ্যাঁ এ আমার খুবই কাছের বন্ধু। মেয়েটি হাসিমুখে জিগ্যেস করে আপনি ভালো আছেন? যদিও পরিস্থিতির চাপে আনোয়ার ভালো নেই। তবুও সে বলে হ্যাঁ আমি ভালো আছি।
মেয়েটি বলে আপনি তো ভালো নেই। আপনি কিন্তু মিথ্া বলছেন। আনোয়ার খুবই অবাক হয়। আচ্ছা এই মেয়েটি জানলো কিভাবে যে,আমি ভালো নেই। হয়তো রিফাত এই বেপারে বলেছিল। রিফাত বলে তোকে তো পরিচয় করানোই হলো না। ওর নাম পরিমিতা,ও এখানেই থাকে। আর হ্যাঁ পরিমিতা শোনো ও আমার বেস্টফ্রেন্ড আনোয়ার। পরিমিতা একপলকে আনোয়ারের দিকে তাকায়। আনোয়ার পরিমিতার চোখে তাকিয়ে ভাবনার সাগরে ডুবে যায়। সবই ঠিক আছে কিন্তু মেয়েটি এখানে একটা পরিত্যক্ত বাড়িতেই কেন আর সে একা কেন ! একটা সুন্দরী যুবতী মেয়ের পক্ষে এই পুরনো জরাজীর্ণ বাড়িতে থাকা সম্ভব নয়। এর পেছনে কোনো রহস্য তো আছেই। রিফাত পরিমিতার সাথে গল্প করতে থাকে। আনোয়ার ভাবে এই পরিমিতা কি আসলেই মানুষ নাকি অন্য কিছু।
কিছুক্ষণ পর রিফাত পরিমিতার কাছে বিদায় নিয়ে সেখান থেকে বাড়ির পথে পা বাড়ায়। আনোয়ার জিগ্যেস করে,কিরে তুই এই মেয়েকে কবে থেকে জানিস? সে অনেক কথা দোস্ত। মন খারাপ থাকলে আমি প্রায়ই এখানে এসে বসে থাকতাম। চুপিসারে এখানে সময় কাটাতাম। তো একদিন রাতের বেলা এখানে এসে আমি মন খারাপ করে বসে থাকি। হঠাৎই কেউ একজন আমার কাধে হাত রাখে। সাথে সাথেই আমি চমকে উঠি ! কে? কে? বলতেই মেয়েটি তার ঠোটে আঙ্গুল রেখে আস্তে করে বলে চুপ। আর আমিও এরকম একটা নির্জন পরিত্যক্ত জায়গায় মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। আর সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম তার সৌন্দর্য দেখে। মুহুর্তের মধ্যেই আমি তার প্রেমে পরে যাই। তারপর আমি সন্ধার পর এখানে এসে পরিমিতার সাথে দেখা করি। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি।
আনোয়ার জিগ্যেস করে তা মেয়েটির পরিচয় না জেনেই তুই তাকে ভালোবাসলি? রিফাত জবাব দেয়,আরে ভালোবাসার কাছে পরিচয়ও হার মানে। আনোয়ার স্পষ্ট বুজতে পারছে,রিফাত সুন্দরীর মেয়েটার কাছে ফেসে গেছে। তার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগছে। পরিমিতাকে তার ভালো ঠেকছে না। তার মনে সন্দেহ জেগেছে। রিফাত বলে চল এখন ঘুমানো যাক। মাঝরাতে সবাই ঘুমিয়ে আছে। হঠাৎই রিফাত জেগে উঠে। তার কাছে মনে হচ্ছে,কেউ তাকে বাহির থেকে ডাকছে। সে কান পেতে শোনার চেষ্টা করে কেউ তাকে ডেকেছিল কিনা।
হঠাৎই সে শুনতে পরিমিতার গলা। রিফাত কোনোকিছু না ভেবে দরজা খোলে ঘর থেকে বের হয়ে যায়। বাহিরে ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। রিফাত হাটতে হাটতে তাদের বাড়ির পেছনে যে বাশঝাড়টা আছে,সেদিকে যেতে থাকে। আরে পরিমিতা কোথায় গেল?সে হাটতে হাটতে বাশঝাড়ের পাশে দাড়ায়। ঐ তো সামনে পরিমিতা দাড়িয়ে আছে। সে এক পা দু পা করে পরিমিতার দিকে এগিয়ে যায়। রিফাত ভাবে আজ সে পরিমিতাকে পেছন থেকে জড়িয়ে ধরবে। এতোদিন তো সে পরিমিতাকে দেখেই আসছে। কোনোদিনও স্পর্শ করেনি। তাই আজ সে পরিমিতাকে স্পর্শ করার অঙ্গীকার করে। ততক্ষণে আনোয়ারও সেখানে এসে হাজির হয়। আনোয়ার দেখে সামনেই কালচে দেখতে একটা ভয়ানক ডাইনি দাড়িয়ে আছে। আর সেই ভিবৎস ডাইনির একেবারে সামনে রিফাত দাড়িয়ে আছে। কেননা রিফাত তখন মেয়েটির ভালোবাসায় এতোটাই অন্ধ হয়ে পরেছে। কোনটা মানুষ কোনটা ডাইনি তা বোঝার ক্ষমতা তার নেই।
রিফাত যখন দরজা খোলে ঘর থেকে বের হচ্ছিল, তখনই আনোয়ার টের পেয়ে যায়। আর আনোয়ার তার পিছু পিছু এখানে এসেছে। রিফাত যেইনা পরিমিতাকে জড়িয়ে ধরতে যাবে,তখনই আনোয়ার তার হাতে থাকা লাঠিটা সজোড়ে রিফাতের দিকে ছুড়ে মারে। সাথে সাথে রিফাত হুষ ফিরে পায়। আর সে বুঝতে পারে এখানে পরিমিতা বলে কেউ নেই। সে জিগ্যেস করে আমি এখানে কেন? আনোয়ার জবাব দেয় তুই এখানে কেন এসেছিলি,সেটা বড় কথা না। বড় কথা হলো আমি সময় মতো এসে তোকে বাঁচাতে পেরেছি। নয়তো সেই ভয়ানক ডাইনিটি তোকে মেরে ফেলতো। আনোয়ার লাঠিটি নিয়ে সাথে রাখে। রিফাত রেগে গিয়ে বলতে থাকে তুই এটা কি করলি! তোকে আমাদের বাড়িতে থাকতে দেওয়াটাই আমার অন্যায় হয়েছে। এটা কি করলি তুই। পরিমিতাকে আমি ভালোবাসি। তাকে একবার যেই না জড়িয়ে ধরতে চেয়েছিলাম তুই এসে সব শেষ করে দিলি। আনোয়ার বলে আরে এখানে তোর পরিমিতা থাকলে তো তাকে জড়িয়ে ধরতি। দেখ ভালো করে আশেপাশে কেউই নেই। রিফাত খেয়াল আসলেই তো সেখানে কেউ নেই।
>>>> বিরতি <<<
দুজনেই বাড়ি চলে আসে। পরদিন সকালে রিফাতের বোন ফাহিমা স্কুলে চলে যায়। আনোয়ার ও রিফাত মিলির বাড়ির কাছে গিয়ে দাড়ায়। যেভাবেই হোক জানতে হবে, মিলি কেমন আছে। আনোয়ার দাড়িয়ে আছে। রিফাত যায় মিলির বাড়িতে। মিলি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। এটা জেনে আনোয়ার অনেক খুশি হয়। সে মিলিকে ভালোবাসে। যেভাবে হোক একদিন সে মিলিকে নিজের ভূলটা বুঝিয়ে বলবে। রিফাত বলে আচ্ছা আশেপাশে এতো মেয়ে থাকতে তোর মিলিকেই লাগবে কেন? আরে সে তুই বুজবি না। আমি মিলিকে এতোটাই ভালোবাসি যা তোকে বলে বোঝাতে পারবো না।
আচ্ছা চল এখন বাড়ি যাই। আনোয়ার বলে নারে আমি এখন যাবো না। মিলিকে একটা নজর না দেখে আমি বাড়ি ফিরছি না। মিলিকে তুই কিভাবে দেখবি? সে তো বাড়ি থেকেই বের হয় না। আর তাছাড়া বাড়িতে তপন আছে। আনোয়ার বলে যেভাবেই হোক আমি মিলিকে আজ দেখবোই। __ইস্ যদি আমি অদৃশ্য হতে পারতাম তাহলে মিলিকে দেখে আসতাম কেউ জানতেও পারতো না। একথা শোনার পরেই রিফাত বলে কিরে আনোয়ার তুই কোথায় চলে গেলি!!! আমি তোকে দেখে পারছি না কেন? এই তুই কোথায় গেলি? আনোয়ার চোখ বড় করে বলতে থাকে এই তুই কি দিন কানা হয়ে যাচ্ছিস নাকি। এইতো আমি তোর ঠিক সামনেই দাড়িয়ে আছি। __আশ্চর্য তুই আমার সামনে আছিস তাহলে আমি তোকে দেখতে পাচ্ছি না কেন?শুধু তোর কথা শুনতে পাচ্ছি।এই তুই কোথায় গেলি?
__দোস্ত আমি তো কিছুই করিনি। কিভাবে কি হয়ে গেল। তার মানে তুই সত্যি সত্যি অদৃশ্য হয়ে গেছিস!
আনোয়ার খুবই অবাক হয়ে যায়। আজব তো রিফাত তাহলে সত্যি বলছে। আনোয়ারকে এভাবে সত্যি সত্যি অদৃশ্য হতে দেখে রিফাত খুবই অবাক হয়। সে রিফাতকে বলে দোস্ত তুই আমার অদৃশ্য হওয়ার বেপারটা কাওকে বলবি না। রিফাত বলে ঠিক আছে। আনোয়ার বলে আচ্ছা ঠিক আছে তুই তাহলে বাড়ি যা। আমি মিলিকে এক নজর দেখে আসি। রিফাত বাড়ি ফিরে যায়। এদিকে আনোয়ার মিলির বাড়িতে গিয়ে সরাসরি মিলির ঘরে চলে যায়। মিলি বসে আছে। তার ঠিক পাশে তার মা বসে আছে। মিলি এখন অনেকটাই সুস্থ। এটা দেখে সে খুবই খুশি হয়। আজ সে খুবই খুশি। ভালোবাসার মানুষকে কাছে থেকে দেখছে অথচ এটা কেউই জানে না। মিলিকে কিছুক্ষণ দেখার পর সে রিফাতের বাড়ি ফিরে আসে। রিফাত বাড়িতে নেই। ছেলেটা কোথায় গেল? রিফাতের ছোট বোন ফাহিমা বলে ভাইয়া বাড়িতে নেই। আনোয়ার ফাহিমার কাছে গিয়ে জিগ্যেস করে রিফাত কোথায় গিয়েছে? ফাহিমা বলে একি ভাইয়া আপনি কোথায়? আমি যে আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কোথায়? আনোয়ার তখন স্পষ্টই বুজতে পারে। সে এখনো অদৃশ্য হয়ে আছে। কিন্তু সে অদৃশ্য হলো কিভাবে। আর এখন কিভাবে স্বাভাবিক হবে? তখনই সে তার কাছে থাকা কাঠির কথা ভাবে। তাহলে এই বেপার। সবই লাঠির কারসাজি। আনোয়ার আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়।
সে একটা পুকুর পাড়ে বসে পুকুরের পানিতে একটা একটা করে ঢিল ছুড়তে থাকে। এভাবে কিছুক্ষণ চলতে থাকে। সে তখন খেয়াল করে পুকুরের পানিতে কিছু একটা ভেসে আছে। সে খুবই অবাক হয়ে সেটা দেখতে থাকে। তখনই সে খেয়াল করে সেই পুকুরে কয়েকটা ছেলে পুকুরের পানিতে খেলা করছে। আর তাদের খুবই কাছে কিছু একটা পুকুরের পানিতে ভাসছে। একি ছেলেগুলো এখানে নির্ভয়ে খেলা করছে অথছ ভেসে থাকা জিনিসটা দেখতে পারছে না। হঠাৎই ভেসে থাকা সেই জিনিসটা আস্তে আস্তে ছেলেদের কাছে যেতে থাকে। এটা দেখে আনোয়ার অবাক হয়ে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেটা ভয়ানক একটা অবয়বে পরিনত হয়। আর সেখানে থাকা একটা ছেলেকে ধরে পানির নিচে তলিয়ে যায়। আর সব ছেলেরা ভয় পেয়ে সেখান থেকে উঠে পরে। সবাই ডুবে যাওয়া সেই ছেলেটিকে খুঁজতে থাকে।
সবাই ডাকাডাকি করেও ডুবে যাওয়া ছেলেটির কোনো খুঁজ পায়নি। এলাকার সবাই সেখানে জড়ো হয়। অনেকে সেই পুকুরে ছেলেটিকে খুঁজতে থাকে। কিন্তু ছেলেটিকে খুঁজে পায়নি। আনোয়ার বুজতে পারে হয়তো সে অদৃশ্য থাকার জন্ অদৃশ্য সব জিনিসই দেখতে পারছে। তাই সে ভাবে ছেলেটিকে যে ভয়ানক খারাপ অবয়বটি পানিতে ডুবিয়ে মেরেছে। তা সে ছাড়া আর কেউ দেখেনি। আনোয়ার তখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। খবর পেয়ে সেখানে এলাকার সবাই আসতে থাকে।
একসময় ছেলেটির নিথর দেহ পানিতে ভেসে উঠে। সবাই বলতে থাকে প্রতি বছরের মতো এ বছরেও অলক্ষ্যুনে এই পুকুরটি এই ছেলেটিকে মেরে ফেলেছে। সবাই ভয় পেয়ে যায়। এই পুকুরের কথা অনেকেই শুনেছে দেখেছে। কিন্তু কাছ থেকে কেউ কোনোদিন অশুভ কোনো শক্তি বা কোনো কিছু দেখেনি। সবাই বলতে থাকে এই পুকুরটি নিষিদ্ধ করা হোক। যতো দ্রুত সম্ভব পুকুরটি ভরাট করে দেওয়া হোক। কিন্তু বললেই তো সম্ভব হয় না। ছেলেটিকে তার বাবা মা এসে নিয়ে যায়। ছেলেটি তখন আর বেঁচে নেই।
পরিবারের সবাই খুবই কান্নাকাটি করতে থাকে।
সবাই বলাবলি করছে প্রতিবারের মতো এইবারও অলক্ষ্যুনে পুকুরটা একজনকে খেয়ে নিয়েছে। বাস্তবে ছেলেটির সাথে যা ঘটেছে,তা কেবল আনোয়ারই দেখেছে। কিন্তু তার কিছুই করার নেই। কেননা সে তো একজন মানুষ মাত্র। তাই সে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। আর এদিকে রিফাত তাকে খুজেঁ হয়রান। আনোয়ার সোজা মিলির বাড়ি চলে যায়। এখন তাকে মিলির বাড়ি যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কেননা সে তো এখন অদৃশ্য হতে পারে। তাই সে মিলির বাড়ি গিয়ে দেখে বাড়িতে তপন তার মা বাবা সবাই আছে। আনোয়ার প্রথমে একটু ভয় পেয়ে যায়। পরক্ষণেই সে ভাবে আরে আমি তো এখন অদৃশ্য হয়ে আছি তাহলে এতো ভয় কিসের।
সে তখন নির্ভয়ে সবার সামনে দিয়ে মিলির ঘরে প্রবেশ করে। আর সেখানে মিলিকে ঘুমিয়ে থাকতে দেখে। আনোয়ার মিলির চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মায়া লাগে চেহারার দিকে তাকালে। সে আস্তে আস্তে তার হাতটা মিলির কপালের কাছে নেয়। যেই না সে মিলির কপালে হাত বুলাতে যাবে,তখনি সেখানে চেঁচামেচি শুরু হয়ে যায়। তপন ও তার বাবা আনোয়ারকে প্রচন্ডভাবে ধমক দেয়। তাকে পেছন থেকে ধরে ফেলে। মিলির বাবা বলে তোর এতো বড় সাহস তুই আমার মেয়ের ঘরে ডুকে তার গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছিস। তোকে তো আজ আমি বলেই তাকে রশি দিয়ে একটা নারকেল গাছের সাথে বেধে ফেলে।
তাদের সবার চেঁচামেচিতে মিলির ঘুম ভেঙ্গে যায়। সে সবকিছু জানতে পেরে আনোয়ারের সামনে গিয়ে তাকে ক-টা-ক্ষ ভাষায় কথা বলতে থাকে। তুই আসলেই একটা অ-মানুষ, নয়লে কি করে একটা মেয়ের রুমে ডুকে তার গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাস। আনোয়ার খুবই অবাক হয়। সে তো অদৃশ্য হয়ে এখানে এসেছিল। তারপরেও মিলির বাড়ির লোকজন তাকে দেখে ফেললো। পরক্ষণেই তার মনে পরে এখানে আসার আগে তো সে অদৃশ্য অবস্থায় ছিল না। এটা তারই ভূল হয়েছে। এর আগেও একবার মিলি তাকে ভূল বুজেছে। এখন কি হবে?
চলবে..

Best Bangla Golpo 2024 | জাদুর কাঠি |পর্ব – 3

Leave a Comment

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.